.
Published: Tue, Apr 30, 2019 11:53 PM
Updated: Sat, Apr 20, 2024 12:28 AM


Reliable Marriage Services | Taslima Marriage Media

Reliable Marriage Services | Taslima Marriage Media

প্রিয় দশর্কস্রোতা,
আসসালামু আলাইকুম, আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনাদের দিন ভালো কাটছে। আজকে আমারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি। আমারা সবাই এটা তো বিশ্বাস করি যে, আমার সবাই সৃষ্টিকর্তা দ্বারা তৈরী। আমাদের শারীরিক গঠনের জন্য, আমার নিজেরা কেউ দায়ী নই। মহান সৃষ্টিকর্তা ই আমাদের সৃষ্টি করেছেন। আমাদের পরিবেশ দেখলেই বুঝতে পারবো যে,সৃষ্টিকর্তা কাউকে পারফেক্ট হিসেবে সৃষ্টি করেন নি।প্রত্যেকের কিছু না কিছু সমস্যা আছে এবং এটাই স্বাভাবিক। তো আমারা একটূ বিবেচনা করি বিয়ের ক্ষেত্রে আমারা কিভাবে, একজন পারফেক্ট মানুষকে আশা করি? প্রত্যেকেরেই কিছু না কিছু সমস্যা আছে, এটা মেনে নিতে হবে। হাতের পাঁচটি আঙ্গুল তো সমান নয়, তাই না? তা ছাড়া আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে, একজন স্বামীর বাম পাজরের হাড় থেকে, তার স্ত্রীকে সৃষ্টি করা হয়!সুতরাং যে পাত্র আপনার ভাগ্যে পাবেন তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তো একজন পাত্র একটি পাত্রী ঠিক করলো, পাত্রীর সব কিছুই তাদের পছন্দ হলো, কিন্তু পাত্রীর মুখ কেনো গোল? "V" সেইপ কেনো নয়, সে জন্য বিয়ে ভেঙে দেওয়া হলো!!! এটা কি ধরনের চাহিদা! হ্যাঁ, আমারা ভালো লো কিছু এক্সপেক্ট করতে পারি, বাট এক্সপেক্টেশনেরো তো একটা লিমিটেশন থাকা উচিত, তাই নয় কী? আমি লম্বায় পাচঁ ফুট, আমার পাত্র দরকার ছয় ফুট! এটা আমারা কিভাবে আশা করি? আপনারও তো বোঝা উচিত, যে ব্যক্তি ছয় ফুট, সে কেনো পাচঁ ফুট উচ্চতার পাত্রী মেনে নিবে? তারও তো একটা চাহিদা থাকে। পাত্রী অনেক সুন্দর, ফ্যামিলিও ভালো, উনি চাচ্ছেন কানাডা, ইউএসএ বা অস্ট্রেলিয়ায় জব করেন এমন পাত্র! আপনি নিজেই বিবেচনা করূন, ওই শিক্ষিত লোক কেনো আপনাকে বিয়ে নিবেন?একটা সাদৃশ্যতা তো থাকা উচিত। আপনি পড়েন সরকারি কলেজে, আপনার পাত্র দরকার বিসিএস ক্যাডার! তাহলে বিসিএস ক্যাডার একজন পাত্র বা পাত্রী কি আশা করবে?নিজের বয়স চল্লিশ এর উপর হলেও চাহিদার কমতি থাকে না!! নিজের যোগ্যতা, সামন্জস্যতা, পারিপার্শ্বিক দিক গুলো বিবেচনা করূন। আপনি একজন ডাক্তার, অন্য একজন ডাক্তার বা ইন্জিনিয়ারকে আপনি বিয়ে করতে চাইবেন, এটাই তো স্বাভাবিক। এটাই সামন্জস্যতা পূর্ণ বিষয়। এখন আপনি এস. এস. সি. পাশ হয়ে একজন ডাক্তার পাত্র বা পাত্রী আশা করতে পারেন না। তাই বলছি, আগে নিজেদের বিষয় গুলো বিবেচনা করূন, ভাবুন আপনারা কি ধরনের পাত্র ডেসার্ব করেন,এবং আপনার যোগ্যতা নিয়ে ভাবুন, তারপর আপনার যোগ্যতা অনুযায়ী পাত্র/পাত্রী চান। আমারা তাসলিমা ম্যারেজ মিডিয়া তা 100% নিশ্চিত করবো।
কথাগুলো যদি খারাপ লেগে থাকে কারো, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা গুলো বলার দরকার ছিলো। আবারো বলছি, আপনার এক্সপেক্টেশন থাকতেই পারে, কিন্তু এক্সপেক্টেশন একটা লিমিটেসন থাকা উচিত।
নিলুফা ইয়াসমিন
তাসলিমা ম্যারেজ মিডিয়া 
ধন্যবাদ

 


Register now to talk with your life parner.   Do you have account?   Login  
Categories: Life Style,
Tags: Bangla Marriage, Bangla Marriage Website, Bangla Matchmaker, Bangla Matchmaker website, Bangla Matrimonial, Bangla Matrimonial Site, Bangla Matrimonial sites, Bangla matrimonialB
Division: Dhaka
District: Gopalganj
Thana: Kashiani
This post read 882 times.
Taslima Marriage Media Blog


Suggested Posts