.
Published: Sat, Apr 28, 2018 6:00 PM
Updated: Wed, Apr 24, 2024 12:14 PM


বিয়ে হতে দেরি হলে কি কি সমস্যায় ভোগেন নারী আর পুরুষ?

বিয়ে হতে দেরি হলে কি কি সমস্যায় ভোগেন নারী আর পুরুষ?

নারীরা

আমাদের সমাজে এখনো একজন নারীর শেষ গন্তব্য ও সাফল্য বিবেচনা করা হয় বিয়ে ও সংসারকেই। আর তাই, একটি নির্দিষ্ট বয়সের মাঝে বিয়ে না হলে বেশিরভাগ নারীই কিছু মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন। এমনকি যারা ব্যক্তিত্ব সম্পন্ন নারী, তাঁদের মাঝেও দেখা যায় কিছু কিছু ব্যাপারঃ
১) একাকীত্ব থেকে বিষণ্ণ হয়ে যাওয়া
২) নিজেকে অযোগ্য মনে করা
৩) খুব কাছের বোন বা বান্ধবীর প্রতিও ঈর্ষা হওয়া
৪) বিয়ে করার জন্য তাড়াহুড়া করতে গিয়ে নিজেকে হাস্যকর করে ফেলা
৫) চাপের মুখে ভুল মানুষকে বেছে নেয়া
৬) কারো ভালো সহ্য করতে না পারা
৭) আত্মবিশ্বাস হারিয়ে ফেলা।

পুরুষরা

১) বয়স বাড়ার সাথে সাথে পুরুষের ফার্টিলিটি কমতে থাকে। 
২) পুরুষ যদি দেরি করে সন্তান গ্রহণ করে তাহলে সেই সন্তানের মাঝে জেনেটিক্যাল এবনরমালিটি দেখার সম্ভাবনা থাকে। 
৩) বয়স বাড়ার সাথে সাথে পুরুষের স্পার্ম কোয়ালিটি দুর্বল হতে থাকে।
৪) যৌনতা বিষয়ক সমস্যায় ভুগে। 
৫) এর মানে একজন ২০ বছরের পুরুষ একদিনে যতবার সংগম করতে পারে একজন ৩০ বছরের পুরুষ ততবার সংগম করতে সক্ষম নয়। 
৬) একটি গবেষণায় দেখা গিয়েছে যাদের বয়স ৪৫-৪৯ তাদের সন্তানের সিজোফ্রেনিয়া রোগ হবার দ্বিগুণ ঝুঁকি আছে তাদের তুলনায় যাদের বয়স ২৫ বা তার কম।
৭) দেরিতে বিয়ে করার শারীরিক অপকারিতার থেকে আত্মিক অপকারিতা বেশি।

বিয়ে সংক্রান্ত যেকোনো সেবা অথবা পরামর্শ পেতে যোগাযোগ করুন তাসলিমা ম্যারেজ মিডিয়ার সাথে। কল করুনঃ 01972006695 অথবা 01972006691 এ। আমাদের মেইল করতে পারেনঃ taslima55bd@gmail.com 


Register now to talk with your life parner.   Do you have account?   Login  
Categories: Life Style,
Tags: bride, groom, marriage, matrimony, matrimonial
Division: Dhaka
This post read 3156 times.
Taslima Marriage Media Blog


Suggested Posts