.
Published: Mon, Feb 4, 2019 3:06 PM
Updated: Fri, Apr 26, 2024 3:11 PM


বিয়ের পাত্র বা পাত্রীর সাথে প্রথম কথা যেভাবে শুরু করবেন । Taslima Marriage Media

বিয়ের পাত্র বা পাত্রীর সাথে প্রথম কথা যেভাবে শুরু করবেন । Taslima Marriage Media

বিয়ের পাত্র বা পাত্রীর সাথে প্রথম কথা যেভাবে শুরু করবেন

 

বিয়ের সময় যত ঘনিয়ে আসতে থাকে মনের ভেতরের অস্থিরতাটাও ততোই বাড়তে থাকে। যাদের পারিবারিকভাবে বিয়েটা ঠিক হয় তাদের ক্ষেত্রে এই অস্থিরতার মাত্রা আরো অনেক বেশি। আর তার কারণ হলো একেবারেই অচেনা একটা মানুষের সাথে হুট করে আন্তরিকভাবে মেলামেশা করার চাপ। কীভাবে কথা বলতে হবে, কোন কথা বলে শুরু করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে নানান দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে শুরু করেন তারা।

 অবিবাহিত জীবনটা অনেকেই বেশ উপভোগ করেন। আবার কেউ কেউ ভাবেন হাতে হাত ধরে গল্প করে সময় কাটিয়ে দেয়ার মত একজন সঙ্গী থাকলে মন্দ হতো না। যার যেমন ভাবনাই থাকুক না কেন বিয়ের সময় যত ঘনিয়ে আসতে থাকে মনের ভেতরের অস্থিরতাটাও ততোই বাড়তে থাকে। যাদের পারিবারিকভাবে বিয়েটা ঠিক হয় তাদের ক্ষেত্রে এই অস্থিরতার মাত্রা আরো অনেক বেশি। আর তার কারণ হলো একেবারেই অচেনা একটা মানুষের সাথে হুট করে আন্তরিকভাবে মেলামেশা করার চাপ।

বিয়ের আগে অভিভাবকরা অধিকাংশ ক্ষেত্রেই চান পাত্র-পাত্রী একে অপরের সাথে কথাবার্তা বলে কিছুটা সহজ করে ফেলুক সম্পর্কটা। আর তাই তাদেরকে একটু আলাদাভাবে ঘোরাফেরা করা কিংবা ফোনে কথাবার্তা বলার সুযোগ করেন দেন বাবা মায়েরা। কিন্তু তাতেই ঘটে বিপত্তি! দুজনের মনেই প্রচণ্ড অস্বস্তি ভর করে বসে। কীভাবে কথা বলতে হবে, কোন কথা বলে শুরু করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে নানান দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে শুরু করেন তারা। জেনে নিন বিয়ের পাত্র/পাত্রী একে অপরের সাথে প্রথম কথা কীভাবে শুরু করবেন সেই সম্পর্কে।

কুশলাদি

কথা শুরু করার সবচাইতে ভালো উপায় হলো কুশলাদি জিজ্ঞাসা করা। স্বাভাবিক এই ভদ্রতাটুকু তো করতেই হবে প্রথম কথায়। কেমন আছেন, বাসার সবাই কেমন আছে, কী করছেন ইত্যাদি নানান রকমের প্রশ্ন করে কথা শুরু করে ফেলুন।

‘আপনি’ থেকে ‘তুমি’

সম্পর্কের শুরুতে অধিকাংশ ক্ষেত্রেই একে অপরকে ‘আপনি’ সম্বোধনে ডেকে থাকেন। আপনি আপনার হবু জীবন সঙ্গীকে ‘তুমি’ বলার অনুমতি দিন এবং তার কাছ থেকে অনুমতি নিন। ‘তুমি’ সম্বোধনে সম্পর্কটা অনেক সহজ হয়ে যাবে আপনাদের।

পছন্দ অপছন্দ নিয়ে আলাপ

ধীরে ধীরে আপনাদের আলোচনাটাকে পছন্দ অপছন্দের দিকে মোড় ঘুরিয়ে নিন। তবে ব্যাপারটা একটি স্মার্টভাবে করতে হবে আপনাকে। হুট করে ‘আপনার প্রিয় রঙ কী?’ এই ধরনের প্রশ্ন করা যাবে না। এতে আপনার সম্পর্কে তার ধারণা খারাপ হয়ে যেতে পারে। এই কথা সেই কথায় পছন্দ অপছন্দের বিষয়টি জেনে নিন।পুরনো প্রেমের প্রশ্ন করবেন না

আপনার হবু জীবন সঙ্গীকে কখনই হুট করে আগের কোনো সম্পর্ক নিয়ে প্রশ্ন করা উচিত নয়। পুরোনো প্রেম নিয়ে প্রথম কথাতেই জিজ্ঞাসা করলে আপনার হবু সঙ্গী আপনাকে সন্দেহপ্রবণ ভাবতে পারে।

খুব বেশি ব্যক্তিগত বা অশালীন কথা বলবেন না

আপনার সাথে যার বিয়ে হতে চলেছে তার সাথে হুট করে অতিরিক্ত ব্যক্তিগত কোনো কথা বলবেন না। প্রথম কথাতেই একান্ত ব্যক্তিগত কোনো কথা বললে কিংবা অশালীন কোনো মন্তব্য করে ফেললে আপনার সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হবে আপনার হবু সঙ্গীর মনে।

Matrimony

Matrimonial

Matchmaker

Matchmaking

Biye Shaadi

Patro Patri

Bride Groom

Lifepartner

Marriage Media

Hindu Marriage Media

Ghotok

 

 

 


Register now to talk with your life parner.   Do you have account?   Login  
Categories: Our responsibilites,
Tags: Bangla Matrimonial
This post read 1945 times.
Taslima Marriage Media Blog


Suggested Posts