Rate this post

জাঁকজমক আয়োজনের মাধ্যমে পালিত হলো তাসলিমা ম্যারেজ মিডিয়ার ৯ বছর পূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসলিমা ম্যারেজ মিডিয়ার সকল স্টাফ, ম্যানেজিং ডিরেক্টর তাসলিমা আক্তার এবং গেস্ট। ৯ বছর পূর্তি উপলক্ষে তাসলিমা ম্যারেজ মিডিয়ার অফিস সাজানো হয়েছিল ফুলে আর বেলুনে। তারপর সবাই কেক কেটে উজ্জাপন করে ৯ বছর পূর্তি। ডিনারের আয়োজন করা হয়েছিল উত্তরা পার্টি সেন্টারের ভুতের আড্ডা রেষ্টুরেন্টে। ডিনারে ও উপস্থিত ছিলো মার্কেটিং ম্যানেজার নিলুফা ইয়াসমিন নিলা , ম্যানেজার ফারহান, মার্কেটিং অফিসার হাফিজুল ইসলাম জাহিদ, মার্কেটিং এক্সেকিউটিভ সোমা, জান্নাতুল ফেরদাউস সিনথিয়া, আতিক হাসান নয়ন এবং গেস্ট।

বিয়ে সংক্রান্ত যেকোনো তথ্য, সেবা, এবং পরামর্শ পেতে যোগাযোগ করুন তাসলিমা ম্যারেজ মিডিয়ার সাথে।
কল করুনঃ+880-1407-004393 অথবা +88-01782-006615 এ।
আমাদের মেইল করুন taslima55bd@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here